বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সসেজ তৈরি করে রোবট

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : এটা উত্তর গোলার্ধের গ্রীষ্মকালের হামশায়ার অঞ্চলের ঘটনা। সেখানে একটি খোলা জায়গায় উত্তপ্ত অগ্নিতে গোশত টুকরা খাওয়ার উপযোগী সসেজ তৈরি করা হচ্ছে। দেখে মনে হয় আগুনের মধ্যে কেউ ক্রীড়াসুলভ কাজ করছে। আসলে সেখানে মাথায় হ্যাট পরা ছোট্ট একটা চতুর মেয়ে রোবট শেফ। জার্মানির টেকনোলজি কার্লস্রু ইনস্টিটিউটের এফজেডআই রিসার্জ সেন্টারে কম্পিউটার চালিত ট্যাবলেট রোবট তৈরি করে। গবেষকরা এটাকে সসেজ তৈরিতে ব্যবহার করার পরিকল্পনা করেন। যা দেখতে হুবহু একজন ভাল মানসিকতার মেয়ে শেফের মত। রোবটটি বুঝতে পারবে কখন সসেজটি মচমচে স্বাদের হবে। ইতোমধ্যেই বর্লিনে স্থানীয় একটি রাজনৈতিক দলের বার্ষিক অনুষ্ঠানে অগুনের মধ্যে দুর্ঘটনা ছাড়াই দু’শ সসেজ ভেজে পরিবেশন করাতে সক্ষম হয়। ভাজা, রান্না এবং ফাস্ট ফুড তৈরিতে শৃঙ্খলভাবে এগিয়ে আসছে রোবট। কোয়ার্টজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন