বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জীবন চলে ঘড়ির কাঁটায়

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সময়ের হাত ধরে চলা মানে, কোন সুইস যদি বলে দুপুর দুটোয় দেখা হবে। তবে তা দুপুর দুটো। দুটো পাঁচ মিনিট নয়। কখনোই নয়। স্যুইসরা বলেন, আমরা আপনার সময়কে সম্মান করি। তার পর আসে পরিছন্নতার কথা। জেনিভার একজন চিকিৎসক বলেন, তোমরা কি আমাদের গণশৌচাগারগুলো দেখেছ। জেনিভার গণশৌচাগারগুলো সত্যি খুব পরিছন্ন। একজন ইউরোপীয় সাংবাদিকের মতে, এগুলোর দিকে তাকিয়ে সারা দুনিয়া লজ্জা পাবে। এখান থেকে পরিছন্নতার শিক্ষা নেয়া উচিৎ। স্্ুযইজারল্যান্ডের কেবল গণশৌচাগার নয় সব কিছুই পরিছন্ন ঝকঝকে। স্যুইজারল্যান্ডের খাবার পানি আসে প্রাকৃতিক ঝর্ণা থেকে। যেখানে অন্য অনেক দেশের টেপের জল পানের অযোগ্য, সেখানে কেবল ঝর্ণার জলে প্রয়োজন মেটানো পরিছন্নতার অনন্য উদাহারণ। স্যুইসদের এই পরিছন্নতা ও নিয়মানুবর্তিতার কারণ কী। এর প্রশ্নের সহজ উত্তর নেই। তবে একটা প্রচলিত ধারণা আছে। ঐতিহাসিকভাবে দেশটি পর্বত উপত্যকায় অবস্থিত। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন