বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জাপানে দফায় দফায় ভূমিকম্প, সতর্কতা

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কয়েক ঘণ্টার ব্যবধানে জাপানে চার দফা ভূমিকম্পের খবর পাওয়া গেছে। গতকাল বুধবার এই ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল রিখটার স্কেলে ৫। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পজনিত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির উৎপত্তি টোকিওর উত্তর-পূর্বের ইবারাকি জেলায়। এ ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা না থাকলেও সাধারণ সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া অধিদপ্তর। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, গত মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টার দিকে মিসুকাইডোতে ৪ দশমিক ২ মাত্রার ও বুধবার ভোর ৫টা ৩৮ মিনিটে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তৃতীয় দফায় ইবারাকির মিসুকাইডোতে ৫ মাত্রার ভূমিকম্পে পুরো জাপানই কেঁপে ওঠে। সর্বশেষ চতুর্থ দফায় স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিট (বাংলাদেশ সময় সকাল ৬ টা ৫০ মি) দক্ষিণ-পূর্ব অঞ্চলের অসুচি এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। জাপানের আবহাওয়া অধিপ্তর বলছে, আমরা সবাইকে সতর্কতার সঙ্গে থাকতে বলছি। এই মুহূর্তে কোন সুনামিবার্তা নেই। টোকিও থেকে ২২০ কিলোমিটার উত্তর-পূর্বের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পরিচালনা প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি অবস্থিত। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন