বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

এমপি পাপুলের ত্রাণ সহায়তা অব্যাহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২০, ৭:১৮ পিএম

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের বিভিন্ন এলাকায় করোনার কারণে কর্মহীন ও অসহায় দরিদ্র মানুষের মধ্যে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন এই আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলাম সিআইপি। করোনার কারণে এমপি পাপুল কুয়েতে আটকে পড়ায় তার পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন তার স্ত্রী।

আজ বৃহস্পতিবার এমপি পাপুলের পক্ষে লক্ষ্মীপুরের রায়পুরের বিভিন্ন ইউনিয়নের দশ হাজার পরিবারের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করেছেন সেলিনা ইসলাম এমপি। এ সময় দুর্গতদের মধ্যে চাল, ডাল, আলু, তেল, আটা, লবণ ও ছোলাসহ বিভিন্ন খাদ্যদ্রব্য এবং ওষুধ বিতরণ করা হয়। করোনা সংকট নিরসন না হওয়া পর্যন্ত ব্যক্তিগত অর্থায়নে নির্বাচনী এলাকার ৫০ হাজার মানুষকে এই ত্রাণ সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন কাজী শহিদ ইসলাম পাপুল এমপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন বিএসসি, সাবেক মেয়র বাবুল পাঠান প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন