বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

হজযাত্রী নিবন্ধনের সময়সীমা বাড়েনি

করোনাভাইরাস মহামারীর অনিশ্চয়তার মুখে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২০, ৭:২৬ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর সঙ্কটকালে ১৪৪১ হিজরির হজ নিয়ে অনিশ্চয়তার মুখে হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আর বাড়ানো হয়নি। আজ বৃহস্পতিবার পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৪৪০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৭ হাজার ৬১ জন হজযাত্রীর নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রীর এপিএস নাজমুল হক সৈকত এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সউদী-বাংলাদেশ দ্বিপাক্ষিক হজ চুক্তি অনুযায়ী চলতি বচর বাংলাদেশ থেকে ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজে যাওয়ার কথা। মরণঘাতী করোনাভাইরাসের দরুণ সউদী সরকার এবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে কি না তা’সুস্পষ্টভাবে কোনো ঘোষণা দেয়নি। এ জন্যই ধর্ম মন্ত্রণালয় হজযাত্রী নিবন্ধনের সময়সীমা বাড়ায়নি। সউদী সরকার ক’মাস আগেই ওমরাহ কার্যক্রম বন্ধ করেছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবার কথা। অসমর্থিত সূত্র জানায়, করোনাভাইরাস পরিস্থিতি উন্নত হলে পবিত্র হজ কার্যক্রম ছোট আকারেও সম্পন্ন করার লক্ষ্যে ভেতরে ভেতরে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন