শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঠাকুরগাঁওয়ে করোনা মহামারিতে বিএনপি মহাসচিবের পক্ষ থেকে ত্রাণ বিতরণ শুরু

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২০, ৮:২০ পিএম

করোনা মহামারিতে কর্মহীন শ্রমজীবি মানুষের পাশে দাঁড়াতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে ত্রাণ বিতরণ শুরু হয়েছে তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে।
সামাজিক দুরত্ব বজায় রেখে জেলা বিএনপি’র তত্ত¡াবধানে এবং সদর উপজেলা বিএনপি’র আয়োজনে বৃহষ্পতিবার সকাল থেকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ১০ হাজার কর্মহীন শ্রমজীবি ও দুস্থ পরিবারের মাঝে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ শুরু হয় ।
ত্রাণ বিতরণে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনজু শাহ্ সহ বিভিন্ন স্পটে সংশ্লিষ্ট ইউনিয়ন এবং উপজেলা ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । এ সময় নেতৃবৃন্দ বলেন, বিএনপি মহাসচিব করোনার কারণে এ মুহূর্তে সশরীরে উপস্থিত না হতে পারলেও এই ত্রাণের মাধ্যমে এলাকার জনসাধারণের কাছে এই শুভেচ্ছা পৌঁছানোর ব্যবস্থা করেছেন এবং এটার মধ্য দিয়েই করোনা যুদ্ধে তিনি আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। তারা এই দূর্যোগে সকলের জীবন বাঁচানোর জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন