শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অনুশীলনের অনুমতি দিল স্পেনও

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ মে, ২০২০, ১২:০৭ এএম

করোনাভাইরাস আতঙ্কের মাঝেই ফুটবল মাঠে ফেরানোর পরিকল্পনা করছে ইউরোপের কয়েকটি দেশ। সে লক্ষ্যে জার্মানি, ইংল্যান্ড ও ইতালির পর এবার স্পেনের পেশাদার খেলোয়াড়দের আগামী সপ্তাহ থেকে অনুশীলনে ফেরার অনুমতি মিলেছে। দেশজুড়ে কোভিড-১৯ লকডাউন শিথিল করার পরিকল্পনার অংশ হিসেবে মঙ্গলবার এই ঘোষণা দেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তবে ক্লাবগুলোর পুরোদমে দলীয় অনুশীলনে ফিরতে পার করতে হবে কয়েকটি ধাপ। আগামী সোমবার থেকে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন করতে পারবেন খেলোয়াড়রা। এক সপ্তাহ পর ছোট ছোট কয়েকটি গ্রুপে ভাগ হয়ে করা যাবে অনুশীলন। এভাবে পেরুতে হবে চারটি ধাপ। এসময় পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
মার্চে স্থগিত হওয়া ঘরোয়া ফুটবল মৌসুম আগামী জুনের শেষ নাগাদ পুনরায় শুরুর ব্যাপারে আশাবাদী স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ। লা লিগা পুনরায় শুরুর ব্যাপারে আশাবাদী দেশটির প্রধানমন্ত্রীও। একই দিন দেশটিতে ফুটবল ফেরানোর গুরুত্ব তুলে ধরেন লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস, ‘স্পেনে অর্থনীতির একটি গুরুত্বপূর্ন চালিকাশক্তি হলো ফুটবল। আমাদের এটি পুনরায় চালু করা দরকার। আমি বুঝি না, দর্শকশূন্য মাঠে ফুটবল খেললে অতটা ঝুঁকি কোথায়।’
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি নোভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছেন স্পেনে, মঙ্গলবার পর্যন্ত প্রায় ২ লাখ ১১ হাজার। মৃত্যু ২৩ হাজার ৮২২জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন