শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেল হতদরিদ্ররা

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : | প্রকাশের সময় : ১ মে, ২০২০, ১২:০৬ এএম

কুমিল্লার দাউদকান্দির একটি ইউনিয়নের সহস্রাধিক হতদরিদ্র মানুষ করোনা সঙ্কটের এ দুর্যোগ মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনপ্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে উল্লেখিত ইউনিয়নের দরিদ্র মানুষের জন্য জনপ্রতি দশ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়। চাল বিতরণকালে চেয়ারম্যান বলেন, করোনা সঙ্কট মোকাবেলায় তিনটি ধাপে আমার ইউনিয়নে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। পাশাপাশি নিজস্ব উদ্যোগে ইউনিয়নের কর্মহীন অসহায় মানুষকেও খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এসংকট চলা পর্যন্ত আমাদের খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল রশিদ দোলন, বিআরডিবির কর্মকর্তা আলমগীর হোসেন, স্থানীয় ইউপি মেম্বার জালাল, সাবেক ইউপি মেম্বার সৌমির দত্ত, আ.লীগ নেতা জামিল, রাজু। ত্রাণ বিতরণকালে করোনা থেকে মুক্তির জন্য আল্লাহর আশ্রয় প্রার্থনা করে মোনাজাত পরিচালনা করেন জাহাঙ্গীর আলম রতন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন