শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

গণস্বাস্থ্য উদ্ভাবিত কিট পরীক্ষার অনুমতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ মে, ২০২০, ১২:০৬ এএম

একের পর এক বিতর্ক ও নানা টানাপোড়েনের পর করোনাভাইরাস জনিত কভিড-১৯ রোগ শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট পরীক্ষার অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। ওষুধ প্রশাসন থেকে গতকাল বৃহস্পতিবার এক চিঠি দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রকে অনুমতি দেয়ার কথা জানানো হয়। এ খবরের সত্যতা জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী

জানতে চাইলে ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, হ্যাঁ আমাদের কিট পরীক্ষার অনুমতি দিয়েছে। ওষুধ প্রশাসন অধিদফতর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অথবা আইসিডিডিআরবি’র যে কোন একটিতে পরীক্ষা করার কথা বলেছে। তবে আমরা বিএসএমএমইউতে এই কিট পরীক্ষা করব। বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়াকে চিঠি দিয়ে অধিদফতর ইতোমধ্যে বিষয়টি জানিয়েছে বলেও জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী

এর আগে গণস্বাস্থ্য উদ্ভাবিত করোনা পরীক্ষার কিটের পরীক্ষা করার অনুমতি নিয়ে ওষুধ প্রশাসন অধিদফতর আর গণস্বাস্থ্য কেন্দ্র মুখোমুখি অবস্থানে যায়। এ নিয়ে শুরু হয় তোলপাড়। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) গণস্বাস্থ্য উদ্ভাবিত কিটের সক্ষমতা পরীক্ষা করার জন্য ৮শ’ কিট চেয়ে চিঠি লেখে। ডা. জাফরুল্লাহ চৌধুরী তাদের কাছেও কিট পাঠাচ্ছেন বলে জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন