নাটোর জেলা সংবাদদাতা
নাটোরে বড়াইগ্রামের ইসলামপুর গুনাইহাটি সিনিয়র মাদ্রাসার এক ছাত্রীকে শ্লীলতাহানী ও মারপিটের ঘটনায় ম্যানেজিং কমিটি সংশ্লিষ্ট শিক্ষক আলমগীর হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। গতকাল বুধবার সকালে ম্যানেজিং কমিটির জরুরী বৈঠকে দু’পক্ষের বক্তব্য শুনে এই সিদ্ধান্ত নেন। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম জানান, গতকাল বুধবার সকালে ম্যানেজিং কমিটির জরুরী বৈঠক শেষে প্রাথমিকভাবে ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করে অভিযোগ তদন্তে ম্যানেজিং কমিটির সদস্য সাবেক প্রধান শিক্ষক আব্দুল বারী মাস্টারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে শিক্ষক আলমগীর হোসেন জানান, তিনি ওই ছাত্রীকে মারপিট করেছেন, এজন্য তিনি ক্ষমা প্রার্থী তবে শ্লীলতাহানীর কোন ঘটনা ঘটেনি। উল্লেখ্য, গত ১৬ জুলাই পড়া না করে আসার অজুহাতে ইংরেজি বিষয়ের শিক্ষক আলমগীর হোসেন ওই ছাত্রীকে মারপিট ও শারীরিকভাবে শ্লীলতাহানী করে বলে অভিযোগ উঠেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন