নতুন করে হোম কোয়ারেন্টিনে সিলেট বিভাগে আরও ১২২ জন যুক্ত হয়েছেন। এছাড়া মুক্তি দেওয়া হয়েছে ২৭১ জনকে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিনে যুক্তদের মধ্যে রয়েছেন সিলেটে ২৪ জন, সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ২৭ জন। মুক্তি প্রাপ্তদের মধ্যে সিলেটের ১২ জন, সুনামগঞ্জের ১০১ জন, হবিগঞ্জের ১৪৪ জন ও মৌলভীবাজারের রয়েছেন ১৪ জন। সিলেট বিভাগে এখন পর্যন্তকোয়ারেন্টিনে রাখা হয়েছে ৯হাজার ৫৯৭ জনকে। এছাড়া ৬ হাজার ৪৫৯ জন পেয়েছেন ছাড়পত্র ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন