শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ইনকিলাবের নাসিরনগর সংবাদদাতার উদ্যোগে আবাবিল সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মে, ২০২০, ৬:১৯ পিএম

করোনা ভাইরাস পরিস্থিতিতে খেটে খাওয়া দিন মজুর মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আবাবিল সোসাইটি। ১মে শুক্রবার জুমার নামাজের পর দৈনিক ইনকিলাবের নাসিরনগর উপজেলা সংবাদদাতার নিজ গ্রাম মাধবপুর উপজেলার শিমুলঘর কর্তৃক প্রতিষ্ঠিত আবাবিল সোসাইটির মাধ্যমে ৫৮ টি পরিবারের মধ্যে প্রায় ৪০ হাজার টাকার ত্রাণ বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটি লোকের কাছে সোসাইটির সদস্যদের মাধ্যমে ত্রাণ পৌঁছে দেওয়া হয়। এসময় সোসাইটির সভাপতি জনাব রাসেল লস্কর বলেন- আমরা প্রতি বছর রমজানের শেষদিকে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করি। কিন্তু এবার বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ববোধ থেকেই সামর্থ্য অনুযায়ী চাল,ডাল সহ নিত্য প্রয়োজনী খাদ্য সামগ্রী পৌছে দিতে পেরেছি। ত্রাণ বিতরণ উপলক্ষে আমাদের আবাবিল সোসাইটির প্রতিটি সদস্য আর্থিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রম করেছে। আমাদের আবাবিল সোসাইটি বরাবরই অসহায় দরিদ্র মানুষকে সহযোগিতা করে এসেছি। আমি চাই এভাবে প্রতিটি এলাকায় যদি একটা স্বেচ্ছাসেবী সংগঠন হয় তবে দরিদ্র অসহায় মানুষের জন্য ভালো হবে। দৈনিক ইনকিলাবের নাসিরনগর উপজেলা সংবাদদাতা ও আবাবিল সোসাইটির কোষাধ্যক্ষ মোযযাম্মিল হক বলেন- সারাদেশে এই করোনা ভাইরাস মহামারীতে সামাজিক সংগঠন গুলোর মতো আমাদের আবাবিল সোসাইটি মানবতার কল্যানে এগিয়ে এসেছে সেজন্য আমরা সত্যি আনন্দিত। আমরা এই দ্বারাবাহিকতা যেন ধরে রাখতে পারি সকলের দোয়া কামনা করছি। ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, সোসাইটির সেক্রেটারি শাহ ইশতিয়াক রসূল দীপু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খান, কাজী তাপস সহ সোসাইটির সদস্যবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন