লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় করোনা আক্রান্ত সনাক্ত ব্যক্তির সংর্স্পে থাকায় হোম কোয়ারেন্টিনে আছেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ঝুঁকিতে রয়েছেন সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও হাসপাতালের আরএমওসহ কয়েক'শ মানুষ।
চরগাজী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিন কোনো উপসর্গ না থাকায় এলাকায় ত্রাণ বিতরণ ও জনসমাগমে অংশ নেওয়া অব্যাহত রেখেছিলেন। এসময় ইউএনও, এসিল্যান্ড, ওসি ও চিকিৎসকসহ শত শত মানুষ ওই চেয়ারম্যানের সংস্পর্শে আসেন।
সম্প্রতি প্যানেল চেয়ারম্যান করোনা আক্রান্ত হলে প্যানেল চেয়ারম্যানের সংস্পর্শে আসা রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও হাসপাতালের আরএমওসহ, ইউনিয়নের সব মেম্বার, গ্রাম পুলিশ ও সচিবসহ মোট ৩৯ জনের নমুনা সংগ্রহ করে শনিবার (২ মে) পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
রামগতি উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল মোমিন বলেন, আমি জানতাম না ওই প্যানেল চেয়ারম্যান পরীক্ষার জন্য নমুনা পাঠিয়েছেন। তার করোনা পজেটিভ আসার পর থেকে আমি হোম কোয়ারেন্টিনে আছি। যারাই প্যানেল চেয়ারম্যানের সংস্পর্শে এসেছেন সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য পরার্মশ দিয়েছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন