বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সুন্দরগঞ্জে প্রতারকের এক মাস কারাদন্ডাদেশ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ৫:০৯ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রতারণা করে বয়স্ক ভাতা হাতিয়ে নিয়ে চম্পট দেয়ার সময় আটক মারুফ মিয়া(৩২) নামে এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান।

স্থানীয় সূত্রে জানা গেছে,রবিবার(৩ মে) উপজেলার বামনডাঙ্গা বন্দরের জনতা ব্যাংক থেকে কিছু সংখ্যক সুবিধাভোগী বয়স্ক ও বিধবা ভাতা উত্তোলন করে বাড়ি ফেরার সময় প্রতারক মারুফ তাদের কয়েকজনকে অন্য একটি সুবিধা দেয়ার কথা বলে আড়ালে নিয়ে গিয়ে সুকৌশলে সমুদয় টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয়ার সময় স্থানীয় জনতা আটক করে। পরে খবর পেয়ে পুলিশ প্রতারককে গ্রেফতার করলে ভ্রাম্যমান আদালত মারুফ মিয়ার এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। মারুফ উপজেলার পূর্ব বৈদ্যনাথ গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গত সপ্তাহে মারুফ একই কায়দায় বামনডাঙ্গায় দুই বিধবা মহিলাকে ত্রাণ দেয়ার কথা বলে আড়ালে নিয়ে তাদের বিধবা ভাতার তিন হাজার টাকা নিয়ে চম্পট দেয়। এঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান কারাদন্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন