বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

লাউডস্পিকারে আজান কানাডার ৩ শহরে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০২০, ১২:০৪ এএম

পবিত্র রমজান মাস উপলক্ষে কানাডার রাজধানী অটোয়া, টরন্টো এবং মিসিসাওগায়ে শুধু মাগরিবের আজান প্রচার করার অনুমতি দিয়েছে সিটি কর্তৃপক্ষ। আগামী ২৩ মে অর্থাৎ শেষ রমজান পর্যন্ত এই অনুমতি বহাল থাকবে। অন্টোরিও প্রদেশের শহরের ওমর বিন আল খাততাব মসজিদের ইমাম আলহাজ আবু বকর বলেন, এই সুযোগ পেয়ে আমরা অনেক খুশি। বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ, প্রশাসন উচ্চস্বরে আজান দেয়ার অনুমতি দিয়েছে। প্রাণঘাতি করোনাভাইরাস মহামারির প্রভাবে গৃহবন্দী হয়ে পড়েছে মানুষ। এমন পরিস্থিতিতে কেউ মসজিদ মুখী হতে পারছে না। তাই মাগরিবের আজান লাউডস্পিকারে প্রচারের অনুমতি দিয়েছে। যদিও মসজিদে সমবেত হওয়ার ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে। মিসিসাওগার মেয়র বনি ক্রমবি ফেসবুকের পোস্টে আযান প্রচারের অনুমতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মসজিদ এবং শহরের যেকোনও ভবনে সূর্যাস্তের সময় সংক্ষিপ্তভাবে উচ্চস্বরে আযান প্রচার করা যাবে। মেয়র বনি
ক্রমবি অবশ্য ৫ মিনিটের সময় সীমাও বেঁধে দেন। ডেইলি সাবাহ, কানাডা নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন