শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বরিশালে স্বাস্থ্যকর্মীদের জন্য ৭টি আবাসিক হোটেল

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ৪ মে, ২০২০, ১২:০৪ এএম

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় নিয়োজিত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের সাময়িক আবাসনের জন্য নগরীর ৭টি অভিজাত আবাসিক হোটেলকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নেয়া হয়েছে। ইতোমধ্যে দুটি হোটেলে ৪০ জন চিকিৎসক ও নার্স এসব আবাসিক হোটেলে উঠেছেন বলে জানা গেছে। পর্যায়ক্রমে অন্যান্য হোটেলগুলোতে চিকিৎসক-নার্সসহ অন্যরা উঠবেন। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক-নার্স ও টেকনোলজিস্টসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা সেখানে থাকতে পারবেন।

আবাসিক হোটেলগুলো হচ্ছে- গ্রান্ড পার্ক, সেডোনা, অ্যারিনা, এথেনা, হোটেল ইস্টার্ন, হোটেল আলী এবং রোদেলা। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্ন করার লক্ষ্যে চিকিৎসক, নার্স ও চিকিৎসা কর্মীদের যাতায়াতের জন্য দুটি বাস সার্ভিস চালু করা হয়েছে।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান সাংবাদিকদের জানিয়েছেন, চিকিৎসক-নার্সসহ অন্যরা যাতে নিজেরা সুস্থ থেকে রোগীদের সার্বক্ষণিক সেবা দিতে পারেন সে জন্যই এসব ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসা কাজে জড়িত ব্যক্তিদের জন্য আরও কোনো সুবিধার প্রয়োজন হলে সেটাও নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন