বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আইপিএলের ধারা বিপিএলেও চান তামিম-মুশফিক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মে, ২০২০, ১২:০৩ এএম

রোহিত শর্মা, লাসিথ মালিঙ্গা, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া মানেই মুম্বাই ইন্ডিয়ান্স। ওদিকে চেন্নাই সুপার কিংসের প্রতিশব্দ মহেন্দ্র সিং ধোনি। তামিল ভাষায় ‘থালা’ শব্দের অর্থ নেতা। ধোনিকে দক্ষিণ ভারতের ক্রিকেট সমর্থকরা আদর করে থালা নামে ডাকে। রোহিত যেমন মুম্বাইয়ের, ধোনি তেমনই চেন্নাইয়ের ‘ঘরের ছেলে’। দিল্লীর ছেলে হয়েও আইপিএলের শুরু থেকে বেঙ্গালুরুতে খেলছেন বিরাট কোহলি। কোহলি যতটা দিল্লীর, ততটাই বেঙ্গালুরুর। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রেও একই ধারাবাহিকতা লক্ষণীয়। বছরের পর বছর একই দলের হয়ে খেলতে দেখা যায় বিদেশিদের। কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল, সুনিল নারিন, সানরাইজার্স হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার, বেঙ্গালুরুর এবি ডি ভিলিয়ার্স অন্য দলে খেলছেন, ভাবাই যায় না।
বিপিএলেও ঠিক একই ধারবাহিকতা চান তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। ভারতীয় তারকা ক্রিকেটারদের উদাহরণ টেনে তামিমরাও বিপিএলে এক দলে খেলার ধারা বজায় রাখার কথা বলেছেন। একই দলে কমপক্ষে তিন বছর খেলা নিশ্চিত করার দাবি করেন জাতীয় দলের দুই তারকা। পরশু রাতে ইন্সটাগ্রাম লাইভে তামিম ও মুশফিকের প্রাণবন্ত আড্ডায় উঠে আসে বিপিএলের বাস্তবতা। এখন পর্যন্ত ৭ বিপিএলে ৫টি ভিন্ন দলে খেলা তামিম মুশফিককে বলছিলেন, ‘ভারতের আইপিএলে চেন্নাই মানে ধোনি। মুম্বাই মানে রোহিত শর্মা। বিপিএলে এই জিনিসটা আমি সবচেয়ে মিস করি। তোর কাছে কী মনে হয় না, যদি একটা দলে ৫-৬ বছর খেলতে পারতি, তাহলে ওই দলকে নিজের দল মনে হতো। তোর ভক্তদের নিয়ে ওই দলের একটা ভক্তক‚ল সৃষ্টি হতো। কিন্তু আমাদের এখানে হয় কী, আজ এই দলে, কাল ওই দলে। এটা হলে ওই ফ্র্যাঞ্চাইজির জন্যও ভালো। ক্রিকেটের জন্যও ভালো হতো।’
মুশফিক ৭ বিপিএলে ৬টিতেই খেলেছেন ভিন্ন দলের হয়ে। মুশফিকের ব্যাখ্যায় বোঝা যায় প্রতিবছর বিপিএলে শুন্য থেকে শুরু করা কত চ্যালেঞ্জের, ‘আমি সবচেয়ে ভুক্তভোগী। প্রায় প্রতিবছরই আমাকে নতুন দলে খেলতে হয়। এটা অনেক চ্যালেঞ্জিং। সঙ্গেই আমার এক বছরের জন্য চুক্তি হয়। এটা যে কোন ক্রিকেটারের জন্য কঠিন। যারা আইকনরা আছে, তারা যদি যে কোন একটা দলে ৩-৪ বছর খেলতে পারে, তাহলে মালিকরাও ভালো করে পরিকল্পনা করতে পারবে। এখন মনে হয়, একটা দল, যেখানে আমি খেলি। আর লম্বা সময় খেললে দলটাকে নিজের মনে হবে। দুটির মধ্যে অনেক পার্থক্য।’
তামিম তার বিপিএল ক্যারিয়ারে শুধু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে টানা দুই বছর খেলেছিলেন। প্রথম বছরের পর দ্বিতীয় বছর কুমিল্লাকে নিজের দল মনে হয়েছে তামিমের, ‘আমি কুমিল্লায় মাত্র দুই বছর খেলেছি, দ্বিতীয় বছরেই মনে হয়ে দলটা নিজের। সত্যি বলতে, যত কিছুই বলি, একটা দলে এক বছর খেললে, নিজের পারফরম্যান্স নিয়েই ভাবনা থাকে বেশি। লম্বা সময় খেললে, দলের ভাবনাই সবার আগে থাকবে। ধোনি-রোহিতদের জন্য কিন্তু দলকে চ্যাম্পিয়ন করাই সব কিছুর আগে থাকে।’

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন