শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান ১৩০ ব্রিটিশ এমপির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০২০, ১২:১০ পিএম

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর সংযুক্ত করার পরিকল্পনার জন্য প্রায় ১৩০ জন ব্রিটিশ এমপি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।

ইসরাইল যদি আন্তর্জাতিক আইন উপেক্ষা করে পশ্চিম তীরকে নিজেদের অংশ হিসেবে যুক্ত করে নেয় তাহলে তেল আবিবের বিরুদ্ধে ব্রিটিশ সরকারকে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে বলে মত দিয়েছেন তারা।

গত শুক্রবার ‘কাউন্সিল ফর ব্রিটিশ আন্ডারস্ট্যান্ডিং’ এক চিঠিতে এ আহ্বান জানিয়েছে বলে বৃটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে।

বর্তমান এবং সাবেক মিলিয়ে ১২৭ জন এমপি ওই চিঠিতে সই করেছেন বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে। পশ্চিম তীরকে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

চিঠিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে দাবি জানিয়ে এসব এমপি বলেছেন, প্রধানমন্ত্রীকে পরিষ্কার করতে হবে যে, আন্তর্জাতিক আইন অনুসারে পশ্চিম তীর সংযুক্ত করার পরিকল্পনা অবৈধ এবং এ ধরনের পদক্ষেপ নিলে তেল আবিবকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।

যুদ্ধের মাধ্যমে কোনো ভূমি দখল করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ হওয়ার বিষয়টি আন্তর্জাতিক আইন একবারে পরিষ্কার বলে জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, আগামী পহেলা জুলাই থেকে পশ্চিম তীর ও জর্ডান উপত্যকা সংযুক্ত করার ব্যাপারে মন্ত্রিপরিষদে আলোচনা শুরু হবে ঘোষণা দিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপই ব্রিটিশ সাবেক ও বর্তমান এমপিরা এই চিঠি দিলেন।

১৯৬৭ সালে যখন পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ইসরাইল দখল করেছিল ওই সময় থেকে সাড়ে ৬ লাখ ইহুদি বর্তমানে ১শ’টি বসতিতে বসবাস করছে।

ফিলিস্তিনিরা ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গাজা উপত্যকার পাশাপাশি এ অঞ্চলগুলো ফেরত চাচ্ছে।

আন্তর্জাতিক আইনানুসারে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম এ দুটি অঞ্চলে ইহুদিদের বসতি অবৈধ ধরা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (8)
মোঃ আশরাফ-উলআলম ৪ মে, ২০২০, ২:১৪ পিএম says : 0
ইহুদীবাদ নিপাত যাক মানবতা মুক্তি পাক।
Total Reply(0)
jack ali ৪ মে, ২০২০, ৪:৪০ পিএম says : 0
O´ Allah wipe out cancerous Isreal from Palestinian land by coronavirus. Ameen
Total Reply(0)
Maruf Ahmed ৬ মে, ২০২০, ৪:০২ এএম says : 0
ইসরাইলের বিরুদ্ধে ব্রিটেনের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি।এবং ইহুদি জানোয়ারদের উপর গযব নাজিল হোক।
Total Reply(0)
Alamgir molla ৬ মে, ২০২০, ৯:৫৫ পিএম says : 0
আমি তো এতদিনে এই জানোয়ার দেরকেই খুঁজছিলাম যারা মানুষকে মানুষ বলে মনে করে না এই জন্তু গুলোদের আল্লাহপাক যেন কঠিন শাস্তি দেয়।
Total Reply(0)
Muhib ৬ মে, ২০২০, ১১:৩৭ পিএম says : 0
ইজরাইল নাম টি মুছে দেওয়া উচিত। কারণ ওরা জারজ দেশ।
Total Reply(0)
Tahajul islam ৭ মে, ২০২০, ১১:৪৫ এএম says : 0
ইহুদি বংশ ধংস করা হোক।
Total Reply(0)
Tapan Das ৭ মে, ২০২০, ৪:০৮ পিএম says : 0
Akta choto Ihudi rastror opor Arab duniyar ato jala Keno Sara dunia ki Muslim rastra Hobe naki?!
Total Reply(0)
আরাফাত গাইন ৭ মে, ২০২০, ৪:২৫ পিএম says : 0
বৃটিশ সঙসদরা সঠিক সিদ্ধান্ত নিয়েছে।তাদেরকে ধন্যবাদ জানাই।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন