শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শ্রমিকদের বাড়ি ফিরতে ট্রেনের ভাড়া দেবে কংগ্রেস : সোনিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০২০, ৫:৩০ পিএম

ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী বলেছেন, কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে, করোনার জেরে লকডাউনের কারণে আটকে পড়া শ্রমিক এবং অভিবাসী শ্রমিকদের ঘরে ফিরতে রেলের ব্যয় বহন এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে প্রতিটি প্রদেশের কংগ্রেস কমিটি। -এনডিটিভি, ইন্ডিয়া টুডে
সোমবার সকালে একটি চিঠিতে সোনিয়া জানান, আমাদের দেশবাসীর সেবায় এবং তাদের সংহতিতে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে ভারতীয় জাতীয় কংগ্রেসের এটি একটি বিনীত আবেদন।
লকডাউনে আটকা পড়া অভিবাসীদের ঘরে ফিরতে ট্রেনের ভাড়া চাওয়ায় কেন্দ্র সরকারকে কটাক্ষ করে সোনিয়া বলেন, ট্রাম্পের গুজরাট সফরের সময় একটি অনুষ্ঠানে “১০০ কোটি” ব্যয় করেছে মোদি সরকার এবং প্রধানমন্ত্রীর কেয়ারস তহবিলে রেল কর্তৃপক্ষ ১৫১ কোটি টাকা দান করেছে তা সত্ত্বেও সরকারের এই অসংবেদনশীল ভূমিকা ‘বিরক্তিকর’। সোনিয়া জানান, কেন্দ্র লকডাউন শুরুর বিষয়ে মাত্র চার ঘণ্টার নোটিশ দিয়েছিল, তাই শ্রমিক ও অভিবাসী শ্রমিকরা তাদের বাড়িতে ফিরে যাওয়ার সুযোগটুকুও পাননি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন