শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পর্যটকদের সহায়তা করছেন কাশ্মীরিরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ১২:০৩ এএম

হঠাৎ করে লকডাউন ঘোষণা করায় ভারতের কাশ্মীরে বেড়াতে যাওয়া অনেক পর্যটক বিপাকে পড়েছেন। বেড়াতে গিয়ে লকডাউনের ফাঁদে পড়ে এক মাসেরও বেশি সময় ধরে আটকেপড়া পর্যটকদের সঙ্গে আনা অর্থ-কড়ি ফুরিয়ে যাওয়ায় অনেকে এখন মানবেতর জীবনযাপন করছেন। সমস্যায় পড়ে যাওয়া এসব পর্যটকের পাশে দাঁড়িয়েছেন কাশ্মীরিরা। পাশাপাশি পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলোও বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। পশ্চিমবঙ্গ থেকে জম্মু-কাশ্মীরে বেড়াতে গিয়েছিল ১৪ সদস্যের একটি পরিবার। এর পরই কোভিড-১৯ সংক্রমণের মোকাবেলায় শুরু হয়ে যায় ভারতব্যাপী লকডাউন। পরিস্থিতির শিকার হয়ে ওই পর্যটকদের আটকে থাকতে হয় হোটেলে। বারাসতের নবপল্লীর বাসিন্দা ৪৮ বছরের অরিজিৎ দাস বলেন, জম্মুর বাসিন্দাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশের কোনো ভাষা নেই। অকুণ্ঠ চিত্তে জানালেন, তাদের জন্যই এখনও বেঁচে আছি আমরা।’ এখানেই শেষ নয়, এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারাও। চাল, বিস্কুট ও চা দিয়ে সাহায্য করেন তারা। এ ছাড়া সমাজকর্মী, স্বেচ্ছাসেবী সংস্থা এবং আরও অনেকে মিলে সাহায্য করেন তাদের। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন