বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সোমালিয়ায় করোনার ত্রাণবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ১১:৩৬ এএম

আফ্রিকার দেশ সোমালিয়ায় করোনার ত্রাণবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। সোমবারের ওই দুর্ঘটনায় বিধ্বস্ত বিমানটির পাইলটসহ সকল আরোহী মৃত্যুর খবর নিশ্চিত করেছে সোমালিয়ার পরিবহনমন্ত্রী। তবে কি কারণে এই বিমান দুর্ঘটনা সেই কারণ এখনো উদঘাটন করতে পারেনি সোমালিয়া সরকার। তবে সোমালিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী আব্দিররাশিদ আব্দুল্লাহি মোহামেদ জানিয়েছেন, বিমানটিকে লক্ষ্য করে হামলা চালিয়ে সেটিকে বিধ্বস্ত করা হয়েছে।
বিধ্বস্তের ঘটনায় সোমালিয়ার পরিবহনমন্ত্রী মোহামেদ সালাদ বলেন, বিমানটিতে পাইলটসহ ছয়জন ছিলেন। এখন পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে এই বিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবার থেকে তদন্ত শুরু করবে সোমালিয়া সরকার।
সোমালিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, আফ্রিকান এক্সপ্রেস এয়ারওয়ের বিমানটি ত্রাণ নিয়ে সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে বাইদোয়া যাচ্ছিল।
সোমালিয়ায় সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে আল-কায়দা সমর্থিত আল শাবাব জঙ্গি গোষ্ঠী। তবে তাদের পক্ষ থেকেও এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কিছু বলা হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন