বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পুলিশের জন্য পুষ্টিকর খাবার

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মে, ২০২০, ১২:০২ এএম

করোনাভাইরাস প্রতিরোধে এবার সদস্যদের পুষ্টিকর খাবার দিচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিশেষ করে আইসোলেশন ও কোয়ারেন্টাইনে থাকা পুলিশ সদস্যদের নিয়মিত ডিম, দুধ, কলা, আদা, লবঙ্গ, আনারস, মালটা দেয়া হচ্ছে। এসব খাবার মানবদেহে ভাইরাস প্রতিরোধে অ্যান্টিবডি তৈরি করে।
গতকাল মঙ্গলবার দুপুরে ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানায়, যারা নিয়মিত দায়িত্বপালন করছেন তাদের প্রতিদিনকার খাবারের পাশাপাশি মৌসুমি ফল, ২৪ঘণ্টা গরম পানির ব্যবস্থা রয়েছে। রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধির জন্য সব পুলিশ সদস্যের মধ্যে ভিটামিন ‘সি’ ও জিংক ট্যাবলেট বিতরণ করা হয়েছে। একই সঙ্গে মেসগুলোতে প্রতিদিন কমপক্ষে ৩বার জীবাণুনাশক ছিটিয়ে পরিষ্কার করা হচ্ছে। ডাইনিংয়ে প্রবেশের ক্ষেত্রে সব সদস্যের জুতা খুলে প্রবেশ নিশ্চিত করা হয়েছে। এ কারণে আক্রান্তের সংখ্যা কমে আসবে বলে কর্মকর্তারা আশা করছেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন