ভারত অধিকৃত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের লড়াইয়ে মৃত্যুবরণ করেছে ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা ভারতীয় বিদ্রোহী রিয়াজ নাইকুর। হিজবুল মুজাহিদিনের শীর্ষ নেতা রিয়াজ নাইকুকে আট বছর ধরে খুঁজছিল পুলিশ। বুধবার কাশ্মীরের পুলওয়ামা জেলায় এনকাউন্টারে মৃত্যু হয় নাইকুর।
নাইকুর মৃত্যুর পরই জম্মু-কাশ্মীরের মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিয়েছে প্রশাসন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখতে উপত্যকাবাসীর চলাফেরার ওপরেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। হিজবুল মুজাহিদিনের অপারেশনাল কমান্ডার রিয়াজ নাইকুকে পুলওয়ামার বাইঘপোরা গ্রামে আটকে ফেলে নিরাপত্তা বাহিনী।
২০১৬-র জুলাই মাসে বুরহান ওয়ানির মৃত্যুর পরে হিজবুল মুজাহিদিনের শীর্ষস্থানে উঠে আসে নাইকু। ৮ বছর ধরে খুঁজতে থাকা নাইকুর ওপরে ১২ লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করেছিল প্রশাসন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন