শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ইউটিউবে চ্যানেল খুললেন সঙ্গীতশিল্পী লোপা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২০, ১২:০৩ এএম

শিল্পীরা এখন নিজেদের নামেই ইউটিউব চ্যানেল খুলছেন। দেশের অনেক তারকা শিল্পী নিজেদের নামে ইউটিউব চ্যানেল খুলে তা থেকে বেশ ভালো অর্থও রোজগার করছেন। অনেক শিল্পীই নানা প্রতিবন্ধকতার কারণে নিজের গাওয়া গান নিজের মনের মতো করে করতে পারেন না। আবার অনেকেই কাভার সং করলেও তা প্রকাশ নিয়ে নানান জটিলতার সৃষ্টি হয়। এই প্রজন্মের শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী খাদিজা হোসেইন লোপা এবার নিজের নামে ইউটিউব চ্যানেল খুলেছেন। তার চ্যানেলের নাম লোপা হোসাইন। গত ২ মে চ্যানেলটির যাত্রা শুরু করে। চ্যানেলটি প্রকাশের পর লোপা একটু একটু করে সাড়া পাচ্ছেন। লোপা বিশ্বাস করেন তার চ্যানেলটিও একদিন একটি বড় জায়গা করে নিবে। লোপা বলেন, ‘শিল্পী হিসেবে আমি খুবই সাধারণ মানের, তবুও গানই আমার জীবন-মরণ, গানই আমার প্রাণ। অনেকদিন ধরেই ভাবছিলাম নিজের একটা ইউটিউব চ্যানেল খুলবো। সেখানে মৌলিক, কাভার, টিভিতে বিভিন্ন সময়ে প্রচারিত আমার গানগুলো থাকবে। সেই সাথে থাকবে আমার আবৃত্তি, যা বহুবছর করা হয় না। চ্যানেলে প্রথম আপলোড করা গানটি কিংবদন্তী শিল্পী রুনা লায়লা ম্যাডামের বিখ্যাত গান আমার ভীষণ পছন্দের ‘যখন থামবে কোলাহল’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন