বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সেনাপ্রধানের সঙ্গে জিওসিদের ভিডিও কনফারেন্স

আইএসপিআর | প্রকাশের সময় : ৬ মে, ২০২০, ৭:২৭ পিএম

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্প্রতি ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী প্রধানের দপ্তর থেকে সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিংদের (জিওসি) সঙ্গে মতবিনিময় করেন। এসময় সেনাপ্রধান জিওসিদেরকে কোভিড-১৯ মোকাবিলায় প্রয়োজনীয় নির্দেশনা দেন। গতকাল বুধবার আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় তাদের প্রতিটি সদস্যর জন্য বরাদ্দ রেশন থেকে অসহায়, দুস্থ ও গরিবদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রাখার নির্দেশনা দেন। তিনি অসুস্থ, গরিব রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত রাখারও নির্দেশনা দেন। সেনাপ্রধান এসময় বলেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। তার নির্দেশনা বাস্তবায়নে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। ভিডিও কনফারেন্সে জিওসিরা মাঠ পর্যায়ে সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রমের বিষয়ে সেনাপ্রধানকে অবহিত করেন। ভিডিও কনফারেন্সে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন, ৯ পদাতিক ডিভিশন, ১০ পদাতিক ডিভিশন, ১৭ পদাতিক ডিভিশন, ১৯ পদাতিক ডিভিশন, ২৪ পদাতিক ডিভিশন, ৩৩ পদাতিক ডিভিশন, ৫৫ পদাতিক ডিভিশন, ৬৬ পদাতিক ডিভিশন, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এবং ঢাকা, লজিস্টিকস এরিয়ার জিওসির সঙ্গে মতবিনিময় করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন