মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অ্যাপয়েন্টমেন্ট ছাড়া চুল কাটবে না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২০, ১২:০৩ এএম

লকডাউন শুরুর পর প্রথমবারের মত সেলুন খোলার অনুমতি দিল জার্মানি। তবে গ্রাহক ও নরসুন্দর উভয়কে মানতে হবে কিছু নিয়ম-কানুন। দেশটির অর্থনীতি ও সমাজবিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে। বিধিতে বলা হয়েছে, গ্রাহক সেলুনে গিয়ে সেবার অপেক্ষায় বসে থাকতে পারবেন না। সেলুনে গিয়ে অপেক্ষায় থাকার ব্যাপারটি এড়াতে গ্রাহককে আগেই অ্যাপয়েন্টমেন্ট করে নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সেলুনে চুল কাটা যাবে না। সলুনে প্রবেশের সময় গ্রাহককে অবশ্যই তাদের হাত ধুয়ে নিতে হবে। গ্রাহক ও নরসুন্দর উভয়কে অবশ্যই মুখে মাস্ক পরতে হবে। সেলুনে গ্রাহকদের মধ্যে ১ দশমিক ৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন