বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাজ্যে এশিয়ান জায়ান্ট হান্টার নামে এক বিষাক্ত পোকার আবির্ভাব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০২০, ১২:০২ পিএম

প্রথম বারের মতো এশিয়ান জায়ান্ট হান্টার নামে এক বিষাক্ত পোকার আবির্ভাব হয়েছে যুক্তরাজ্যে ।যেটিকে খুনি পোকাও বলা চলে। মধুসংগ্রহ কারিদের জন্য এটি খুব আশঙ্কাজনক বলে দাবি করছে সেদেশের মিডিয়াগুলো।-এএফপি

গতবছরের শেষের দিকে পশ্চিম ওয়াশিংটন রাজ্যে ২টি প্রজাতির এরুপ ক্ষতিকর পোকার আবির্ভাব হয়। বিজ্ঞানীরা এই পোকা নির্মূল করার চেষ্টা করছেন। এক কৃষি কর্মকর্তা বলেন,সাদা এবং কালো বর্ণের এই জায়ান্ট হানটার প্রায় ১.৩ ইঞ্চি লম্বা হয় এবং তারা এশিয়া থেকে ইউরোপে কিভাবে পউছেসে এইবেপারে তার কোন মতামত নেই।
বিজ্ঞানিরা বলেছেন, আগামী ২ বছরের মধ্যে এই পোকা নির্মূল করতে না পারলে তারা আমেরিকাতেও ছড়িয়ে পড়বে এবং স্থায়ি ভাবে বসবাস করবে।
হরনেট গুল জনসাধারণের কোনও ক্ষতি করে না কিন্তু মধু আহরণকারিদের জন্য ঝুঁকিপূর্ণ। জাপানে প্রতি বছর এই বিষাক্ত পোকার কামড়ে প্রায় ৩০ থেকে ৪০ জন লোক মারা যায়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন