শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইটি এন্ড টেলিকম

এ বছরের শেষ অবধি ঘরেই কাজ করবেন ফেসবুক ও গুগলের বেশিরভাগ কর্মী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০২০, ৩:২৯ পিএম

এক ঘোষণায় এই দুই টেক জায়ান্ট বলেছে, শীঘ্রই তারা তাদের অফিস খুলছে, তবে বেশিরভাগ কর্মীই এ বছরের শেষ অবধি ঘরে বসেই কাজ করবেন। বিবিসি, সিএনবিসি
গুগল বলেছে, তারা ১ জুন পর্যন্ত বাড়িতে বসে অফিস করার নিয়ম চালু রাখলেও এখন এটি সাত মাস পর্যন্ত বাড়াচ্ছে। ফেসবুক বলেছে, করোনা ভাইরাসের জন্য লকডাউন শিথিল হওয়ার পর ৬ জুলাই থেকে নিজেদের অফিস চালু করবে তারা।
গুগলের নির্বাহী প্রধান সুন্দর পিচাই বলেছেন, যে সব কর্মীদের অফিসে ফেরত আসা প্রয়োজন, জুলাই থেকে তারা অফিস করতে পারবেন। প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ স্বাস্থ্য সুরক্ষা কার্যকর করা হবে। তবে বেশিরভাগ কর্মীই এই বছরের শেষ পর্যন্ত ঘরে থেকেই অফিস করবেন।
ফেসবুকের মুখপাত্র জানান, যে সব কর্মীদের অফিসে প্রয়োজন তাদের ব্যতীত বাকিরা বাড়িতে থেকেই কাজ করবেন। বাড়িতে থেকে অফিস করা ও শিশুদের যত্ন করার ব্যয়স্বরুপ ফেসবুক কর্মীদের ১ হাজার ডলার করে বোনাস প্রদান করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন