বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

র‌্যাবের হাতে গ্রেফতার যুবলীগ নেতা শাওনকে বহিস্কার

বিশেষ সংবাদদাতা, ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ৯ মে, ২০২০, ৭:৩০ পিএম

বিপুল পরিমাণ অস্ত্র ও ক্যাডারসহ র‌্যাবের অভিযানে গ্রেফতার ময়মনসিংহ মহানগর যুবলীগ নেতা ইয়াসিন আরাফাত শাওনকে বহিস্কার করেছে ময়মনসিংহ মহানগর যুবলীগ। শনিবার (০৯ মে) মহানগর যুবলীগ আহবায়ক মোহাম্মদ শাহীনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সব রকমের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন মহানগর যুবলীগের আহ্বায়ক।

এর আগে শনিবার (০৯ মে) ভোরে নগরীর চামড়াগুদাম পুরোহিতপাড়া এলাকায় অভিযান ইয়াসিন আরাফাত শাওনসহ ৭ যুবককে গ্রেফতার করে ময়মনসিংহ র‌্যাব-১৪। এ সময় তার বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরীর সরঞ্জাম ও মাদক উদ্ধার করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ম ম হোসেন ৯ মে, ২০২০, ৮:৩১ পিএম says : 0
সাময়িকভাবে বহিস্কার। এর আসল অর্থটা কি? বুঝলাম না।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন