শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রাণ-আরএফএল পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন রিয়াজ

প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রাণ-আরএফএল গ্রæপের পণ্যের শুভেচ্ছাদূত হলেন চিত্রনায়ক রিয়াজ। তিনি দূতে হয়েছেন ব্রাইট অ্যালুমিনিয়াম কুকওয়্যার পণ্যের। এক বছরের জন্য এই পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। সম্প্রতি রাজধানীর নিকেতন প্রাণ-আরএফএল (পিআর) প্রডাকশনের অফিসে এই বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন রিয়াজ। এসময় চিত্রনায়ক রিয়াজ ছাড়াও আরো উপস্থিত আরএফএলের হেড অব মার্কেটিং চৌধুরী ফজলে আকবর, ব্র্যান্ড ম্যানেজার মো, শরিফুল ইসলামসহ আরো অনেকে। গত বুধবার পণ্যটির একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন মাসুদ জাকারিয়া সাবিন। রিয়াজ বলেন, এবারই প্রথম দেশ সেরা বিপণন প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রæপের সঙ্গে সম্পৃক্ত হলাম। ভালো লাগছে। আরএফএল ব্রাইট অ্যালুমিনিয়াম কুকওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এর প্রচারণায় এক বছর কাজ করব। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ম্যানেজার মো. শরিফুল ইসলাম বলেন, আরএফএল ব্রাইট অ্যালুমিনিয়াম কুকওয়্যার হচ্ছে বাংলাদেশের একমাত্র ফুডগ্রেট অ্যালুমিনিয়াম থেকে তৈরি ব্রাইট অ্যালুমিনিয়াম কুকাওয়্যার। নিত্যদিনের রান্নাবান্নায় এটি দারুণ সহায়ক। আশা করছি, রিয়াজ ভাইয়ের মতো বড় মাপের একজন অভিনেতা পণ্যটির শুভেচ্ছাদূত হওয়ায় এর প্রচার-প্রসার দুটোই হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন