বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জুনে আরও ৮০টি ফ্লাইট শুরু করবে লুফথানসা

রয়টার্স | প্রকাশের সময় : ১০ মে, ২০২০, ১২:০১ এএম

জার্মান পতাকাবাহী বিমান সংস্থা লুফথানসা শুক্রবার বলেছে, করোনাভাইরাস মহামারীর কারণে সংস্থাটি তার বিশাল বহরটির বেশিরভাগ গ্রাউন্ডেড করে রাখার পর জুনে ফের আরও ৮০টি ফ্লাইট শুরু করবে। সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইনস এবং অস্ট্রিয়ান এয়ারলাইনসের সমন্বিত গ্রুপটি বলছে, জার্মানি এবং অন্যান্য দেশগুলিতে নিষেধাজ্ঞা শিথিল করার পর ক্রমবর্ধমান গ্রাহকের চাহিদায় তারা সাড়া দিচ্ছে।

এক্সিকিউটিভ বোর্ডের সদস্য হ্যারি হোমিস্টার জানিয়েছেন, ‘আমরা আবারও ভ্রমণ করার জন্য মানুষের মধ্যে একটি মহৎ আকাক্সক্ষা এবং আকুলতা অনুভব করি। হোটেল এবং রেস্তোরাঁগুলি ধীরে ধীরে খোলা হচ্ছে এবং বন্ধু ও পরিবারের সাথে দেখা করার ক্ষেত্রে আবারও অনুমতি দেয়া হচ্ছে’। জুনে আবারও ফ্লাইট শুরু করা ৮০টি বিমান লুফথানসা গ্রুপের মোট বিমানের সংখ্যা ১৬০-এ পৌঁছে দেবে। ২০১৯ সালের শেষে এই গোষ্ঠীর একটি বহর ছিল ৭৬৩ বিমানের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন