শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

হিমালয় অঞ্চলের বৃদ্ধ কেট উইন্সলেটকে চিনল ‘টাইটানিক’-এর রোজ হিসেবে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০২০, ১২:০৩ এএম

হিমালয়ের প্রত্যন্ত অঞ্চলেও তাকে মানুষ ‘টাইটানিক’ চলচ্চিত্রের রোজ নামে চেনে জানতে পেরে অভিভূত হয়ে পড়েছেন অভিনেত্রী কেট উইন্সলেট। তিনি জেমস ক্যামেরন পরিচালিত ১৯৯৭ সালের বøকবাস্টার চলচ্চিত্রটিতে লিওনার্ডো ডিক্যাপরিও’র (জ্যাক ডসন) বিপরীতে রোজ ডিউইটের ভূমিকায় অভিনয় করেছিলেন। “সব জায়গায় গিয়েছে ‘টাইটানিক’। মুক্তি পাবার কয়েক বছর পর আমি ভারত গিয়েছিলাম, হিমালয়ের পাদদেশ হাঁটছিলাম, পিঠে ছিল ব্যাকপ্যাক, ছড়ি হাতে এক বৃদ্ধ এগিয়ে আসে আমার দিকে, বয়স ৮৫ হবে আর এক চোখ নষ্ট। “আমার দিকে তাকিয়ে বলল, ‘তুমি ‘টাইটানিক’, আমি সায় দিলাম, সে নিজের বুকে হাত রেখে বলল ‘ধন্যবাদ’। সঙ্গে সঙ্গে আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। আমি বুঝতে পারলাম ফিল্মটি মানুষকে কত আনন্দ দিয়েছে, “ উইন্সলেট একটি সাময়িকীকে বলেন। চলচ্চিত্রটির ব্যাপক সাফল্যে তিনি খুশি তবে এতে অস্বস্তিও আছে। “আমি স্বাভাবিক জীবন যাপন করছিলাম, আমি এর জন্য তৈরি ছিলাম না। হঠাৎ সবাই আমার দিকে তাকাতে শুরু করল, বলতে শুরু করল। আমার সম্পর্কে এমন কথা লেখা শুরু হল যা শোনার জন্য আমি তৈরি ছিলাম না। আমি তো মানুষ আর এতে দুঃখ পেতাম। “সেই সময়টা ঝড়ের মত এগিয়েছে। যাক শেষ পর্যন্ত সামলাতে পেরেছিলাম,” তিনি বলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন