কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় প্রাইভেটকারের সঙ্গে মটরসাইকেলের সংঘর্ষে মো. রফিকুল ইসলাম রফিক (৪০) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) দিনগত রাতে কিশোরগঞ্জ-তাড়াইল সড়কে দড়িজাহাঙ্গীরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রফিকুল ইসলাম রফিক (৪০) পার্শ্ববর্তী করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের চরকরমশী গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১০ মে) দিনগত রাতে তাড়াইল উপজেলা সদর থেকে মটরসাইকেল করে আসছিলেন রফিকুল ইসলাম রফিক। এসময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মটরসাইকেলটি সংঘর্ষ হয়। এতে মটরসাইকেল আরোহী রফিক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন