বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনা আক্রান্তে ইতালি ও ব্রিটেনকে ছাড়িয়ে গেল রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০২০, ৫:২৮ পিএম

সোমবার করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় ইতালী ও ব্রিটেনকে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় শীর্ষ স্থান অর্জন করেছে রাশিয়া।

সরকারী হিসাবে দেশটিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২১ হাজার ৩৪৪ জন। সংক্রমণের দিক থেকে তাদের চেয়ে এগিয়ে রয়েছে কেবল স্পেন ও মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার মস্কোতে গত বছরের এপ্রিলের তুলনায় চলতি বছরের একই মাসে মৃত্যুর হার মারাত্মকভাবে বেড়ে গেছে। এছাড়া নতুন করোনাভাইরসের কারণে মৃত্যুর সরকারি যে হিসাব দেয়া হয়েছে, সত্যিকার সংখ্যা তার চেয়েও বেশি হবে। রোববারে প্রকাশিত উপাত্তে দেখা গেছে, এপ্রিলে মস্কোতে ১১ হাজার ৮৪৬ জনের মৃত্যুর নিবন্ধন করা হয়েছে। গত বছরের এপ্রিলের তুলনায় যা ১৮ শতাংশ বেশি। এই মাসে কোভিড-১৯ রোগেও বড় সংখ্যক মৃত্যুর কথা জানায় কর্তৃপক্ষ। রোববার মস্কো টাইমসে প্রথম এই উপাত্ত প্রকাশ করা হয়েছে। সূত্র: রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
elu mia ১১ মে, ২০২০, ১০:৫৪ পিএম says : 0
আলহামদুলিল্লাহ।রাসিয়া তে আল্লাহ্‌র গজব পরসে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন