শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অভিন্ন লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ-বাহরাইন

প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:০৪ এএম, ১৮ জানুয়ারি, ২০১৬

স্পোর্টস রিপোর্টার : বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অভিন্ন লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ ও বাহরাইন। টুর্নামেন্টে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলতে চায় বাংলাদেশ জাতীয় দল। অন্যদিকে বাহরাইনও চায় ফাইনালে খেলে দ্বিতীয় অংশগ্রহণকে স্মরণীয় করে রাখতে। আজ মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল। এ ম্যাচে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হবে। চ্যানেল নাইন খেলা সরাসরি সম্প্রচার করবে। শেষ চারের প্রথম ম্যাচকে সামনে রেখে গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে এক সংবাদ অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ মারুফুল হক ও অধিনায়ক মামুনুল ইসলাম একই আশাবাদ ব্যক্ত করেন। তাদের লক্ষ্য সেমিফাইনালে বাহরাইন বাধা টপকে ফাইনালে জায়গা করে নেয়া। কোচ মারুফের ধারণা সাফ সুজুকি কাপে চরম ব্যর্থতার পর তার দলের পারফরম্যান্সে কিছুটা উন্নতি হয়েছে। যার প্রমাণ বঙ্গবন্ধু গোল্ডকাপের গ্রুপ পর্ব পেরিয়ে মামুনুলদের শেষ চারে খেলা। বাহরাইন ছোট ছোট পাসে দ্রুতগতির ফুটবল খেলে। মিডফিল্ডার মোহাম্মদ আলিনার তাদের আক্রমণের মূল স্তম্ভ। টুর্নামেন্টে তিনটি ম্যাচ খেলে তারা মোটামুটি সেটও হয়ে গিয়েছে। বাংলাদেশের রক্ষণভাগ ও মাঝমাঠ ঠিক থাকলেও ফরোয়ার্ড লাইনে সমস্যা রয়েই গেছে। আর এটা নিয়েই বেশি মাথা ব্যথা বাংলাদেশ কোচ ও অধিনায়কের। কোচ মারুফুল বলেন,‘গ্রুপ পর্বে আমাদের দুর্বলতা ছিল স্কোরিংয়ে। এই দুর্বলতা কাটাতে আমরা মানসিক ও শারীরিক প্রস্তুতি নিয়েছি। আশা করি সেমিফাইনালে এই দুর্বলতা আমরা কাটিয়ে উঠতে পারবো। আর শেষ ম্যাচে আমরা গোল করতে পারিনি এটি আমাদের মাথায় আছে। টুর্নামেন্ট শুরু আগে আমার লক্ষ্য ছিলো প্রথম ম্যাচে জয় তুলে নেয়া। পরের লক্ষ্য ছিলো সেমিফাইনালে জায়গা পাওয়া। ধাপে ধাপে আমার লক্ষ্য পূরণ হচ্ছে। এখন আশা ফাইনালে খেলা। আমার ধারণা সেমিতে আমার দল ভালো খেলেই জয় তুলে নেবে। এবং কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে। যদিও বাহরাইন দূর্বল দল নয়। তাদের বিপক্ষে জিততে হলে ছেলেদের সেরাটা মাঠে ঢেলে দিতে হবে।’
তিনি আরো বলেন,‘ শেষ চারের লড়াইয়ে কাউকে খাটো করে দেখার সুযোগ নেই। যারা মাঠে সেরাটা দিতে পারবে তারাই সাফল্য পাবে। আমি নিজ খেলোয়াড়দের সেই বার্তাই দিয়েছি। তারা আমার কথা বুঝতে পেরেছে। দূর্বল দল কখনো সেমিতে খেলতে পারে না। আমি মনে করি টুর্নামেন্টে আমার দল ভালো খেলেই সেমিফাইনালে এসেছে। ম্যাচ বাই ম্যাচ আমরা উন্নতি করেছি।’ মারুফুল জানান সেমিফাইনালে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসবে। কিন্তু নতুন করে কে একাদশে জায়গা পাবেন তা তিনি বলেননি।
অধিনায়ক মামুনুল ইসলামও কোচের কথায় সুর মেলালেন। তিনি বলেন,‘কোচ যা বলেছেন সত্যিটাই বলেছেন। আমরা ম্যাচ বাই ম্যাচ উন্নতি করেছি। গ্রুপ পর্ব টপকে সেমিফাইনালে এসেছি। এখন লক্ষ্য ফাইনালে খেলা। আমি মনে করি বাহরাইনের বিপক্ষে প্রথম সুযোগটা কাজে লাগাতে পারলে জয় আমাদেরই হবে। সেমির আগে দলের সবাই সুস্থ আছেন। তারা ভালো খেলতে মুখিয়ে আছেন।’ তিনি আরো বলেন,‘ আসলে ভালো খেলার শেষ নেই। আমি সব সময় চিন্তা করি শেষ ম্যাচে যেমন খেলেছি, সামনের ম্যাচে তার চেয়ে বেশী ভালো খেলবো। বাহারাইন ম্যাচে আমাদের লক্ষ্য একটাই থাকবে, আর সেটা হলো মাঠে নিজেদের সেরাটা ঢেলে দিয়ে জয় তুলে নেয়া।’ এক প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেন,‘আন্তর্জাতিক ফুটবলে বয়স তেমন কোন ব্যাপার নয়। বাহরাইন দলে তরুণ খেলোয়াড় বেশী থাকলেও আমার দলে ২১/২২ বছর বয়সি ফুটবলারও রয়েছেন।’ এদিকে বাহরাইনের প্রধান কোচ মারজান ইদ মনে করেন তার দলেরও ফাইনালে খেলার যোগ্যতা রয়েছে। সেমিফাইনালে স্বাগতিকদের মোকাবেলা করতে প্রস্তুত তারা। বাহরাইন কোচের আশা শেষ চারের গন্ডি টপকিয়ে তার দল ফাইনালে খেলবে। তাই তো তিনি বলেন,‘ফুটবল গোলের খেলা। যারা গোল দিতে পারবে তারাই জিতবে। আমার আশা সেমিফাইনালে স্বাগতিক দলের বিপক্ষে আমার ছেলেরা ভালো খেলবে এবং জয় পাবে। তাদের লক্ষ্য ফাইনাল। লক্ষ্য পূরণে তারা নিজেদের সেরাটাই মাঠে ঢেলে দেবে।’ মারজান যোগ করেন,‘আমার দলের প্রায় সব খেলোয়াড়ই বয়সে তরুণ। তারপরও তারা প্রস্তুত বাংলাদেশের মতো সিনিয়র দলের মোকাবেলা করতে। স্বাগতিকরা শক্তিশালী দল। তাদের বিপক্ষে জয় তুলে নেয়া কঠিন কাজ হলেও অসম্ভব নয়।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন