শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টাঙ্গাইলে নতুন করে আরো ৪ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৫৫ জন

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ মে, ২০২০, ১১:৩৫ এএম

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে দেলদুয়ার উপজেলার দেওলীর গ্রামের মা ও ছেলেসহ একই পরিবারের ৩ জন। অপর একজন সদর উপজেলার বাঘিল গ্রামের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৫ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান মঙ্গলবার সকালে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জেলায় নতুন ১০৫ জনসহ ১৪৪৪ জন হোমকোয়ারেন্টাইনে রয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে দুইজন। সুস্থ্য হয়েছে ১৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৩৫ জন। গত ২৪ ঘন্টায় হোমকোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ৬৯৩ জনকে। এ পর্যন্ত সর্বমোট ২৮৪৮ জনের নমুনা পাঠানো হয়। এদের মধ্যে ৫৫ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। ২৬৮৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ।

জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. সদর উদ্দিন জানান, হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে বর্তমানে ৭ জন চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা অনেকটা ভাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
আমিনুল ইসলাম মারুফী ১২ মে, ২০২০, ১২:০৭ পিএম says : 0
জেলার সকল উপজেলা মার্কেটও বন্ধ রাখা উচিৎ
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন