মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আগামী সপ্তাহে টাইগ্রিস বাঁধে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০২০, ৪:৫১ পিএম

দক্ষিণ-পূর্ব তুরস্কের কাছে টাইগ্রিস নদীর উপর নির্মিত ইলিসু বাঁধের প্রথম টারবাইন আগামী সপ্তাহ থেকে চালু করবে তুরস্ক। সোমবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের পর প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এ কথা জানিয়েছেন।

এরদোগান বলেন, ‘আমাদের দেশের অন্যতম বৃহত্তম সেচ ও জ্বালানি প্রকল্প ইলিসু বাঁধের ছয়টি টারবাইনের একটি আগামী ১৯ মে কাজ শুরু করবে।’ তুর্কি সরকার এই অঞ্চলে বিদ্যুৎ উৎপাদনের জন্য ১৯৯৭ সালে এই বাঁধ নির্মাণের অনুমোদন দেয়। এর জন্য ১৯৯ টি গ্রামের প্রায় ৮০ হাজার মানুষকে স্থানান্তর করতে হয়। প্রতিবেশী দেশ ইরাকি কর্তৃপক্ষ এর বিরুদ্ধে আপত্তি জানিয়েছিল। তাদের আশঙ্কা, এর ফলে টাইগ্রিস নদী থেকে তাদের জল সরবরাহে বিরূপ প্রভাব পড়তে পারে।

বছরের পর বছর ধরে বিপর্যয় ও বিলম্বের পরে তুরস্ক জুলাই মাসে বাঁধটির নির্মাণ কা্জ সম্পন্ন করে। এই প্রকল্পের বিরুদ্ধে প্রচার চালিয়ে যাওয়া নেতাকর্মীরা পরিবেশ ও সাংস্কৃতিক উদ্বেগের কারণ হিসাবে বাঁধটি খালি করার আহ্বান জানিয়েছেন।

জানা গেছে, ইলিসু বাঁধ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এটি তুরস্কের চতুর্থ বৃহত্তম বাঁধ হিসাবে গণ্য হচ্ছে। সূত্র: রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন