শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

করোনায় বিপাকে স্বল্প আয়ের ভাড়াটিয়ারা

চিঠিপত্র

মো. রাশিদুল ইসলাম | প্রকাশের সময় : ১৩ মে, ২০২০, ১২:০৩ এএম

বৈশ্বিক মহামারি করোনায় চাপে পড়েছে নিম্ন ও মধ্যবিত্তরা। ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ হওয়ায় ঘরে বসে কাটছে সময়। উপার্জন না থাকায় নিম্নবিত্তরা চিন্তিত, মাস শেষে বাড়িভাড়া আসবে কোথা থেকে? ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন প্রান্তে স্বল্প আয়ের যারা ঘরভাড়া নিয়ে বসবাস করছেন। এই অবস্থায় বাসাভাড়া দেওয়া তাদের পক্ষে শুধু কষ্টসাধ্যই নয় অসম্ভবও বটে। কিন্তু বাড়িওয়ালারা সেটা বুঝতে চাইছেন না। তাই ভাড়াটেদের বাড়ি থেকে বের করে দেওয়াসহ, বিভিন্ন ভাবে হয়রানির ঘটনার খবর পাওয়া যাচ্ছে, যা রীতিমতো উদ্বেগজনক। করোনাভাইরাসের এ মহামারীর সময়ে ভাড়া দেয়া নিয়ে ভাড়াটে ও বাড়িওয়ালার মধ্যে যে সংকট তৈরি হয়েছে, জরুরিভিত্তিতে সেটার সমাধান খুঁজে বের করতে হবে। ভাড়ার প্রশ্নে বাড়িওয়ালা ও ভাড়াটে একটা সমঝোতা হতে পারে বর্তমান বাস্তবতায়। এই অবস্থায় মূল সমাধানের জায়গাটা হলো রাষ্ট্রের হাতে। এ রকম একটা পরিস্থিতিতে নিম্ন-মধ্যবিত্তের মানুষ এখন যে পর্যায়ে এসেছে, তাদের সরকারিভাবে প্রত্যক্ষ আর্থিক সহায়তা না দিলে, তারা খুব দ্রæত দারিদ্র্যসীমার নিচে নেমে যাবে। অসহায় মানুষকে সামাজিক সুরক্ষার আওতায় জরুরিভিত্তিতে এককালীন হলেও অন্তত দু-তিন মাসের জন্য আর্থিক বরাদ্দ দেয়া যেতে পারে। সরকার এ বিষয়ে দ্রæত পদক্ষেপ নেবে এমনটাই কাম্য। 

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন