শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ত্রাণ চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে সরকার

পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ মে, ২০২০, ১২:০২ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এক বিবৃতিতে বলেছেন, করোনাভাইরাস মহামারী ব্যবস্থাপনায় সরকারের চরম ব্যর্থতা ফুটে উঠেছে। চিকিৎসা সরঞ্জামের অভাব এবং সুচিকিৎসার অভাবে মানুষ প্রতিনিয়িত মারা যাচ্ছে।

তিনি বলেন, অপরদিকে ত্রাণ বিতরণে সরকার দলীয় নেতা-কর্মীদের দুর্নীতি ও চুরির কারণে দেশের মানুষকে হতবাক করেছে। ত্রাণ চোর ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে সরকার।
পীর সাহেব চরমোনাই বলেন, চোর ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যেন কেউ কিছু বলতে ও লেখতে না পারে, সেজন্য ডিজিটাল নিরাপত্তার নামে ভিন্নমত দমন-পীড়ন করার জন্য এ কালো আইন করা হয়েছে। তিনি এ আইন বাতিল করার দাবি জানান। পীর সাহেব বলেন, দুর্নীতির কারণে সরকার দলীয় লোকজনের হাতে গরীবদের সব রেশনকার্ড মজুদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন