শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কাপড়ের রং মিশিয়ে সেমাই তৈরীর কারখানাকে ৩লাখ টাকা জরিমানা

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ মে, ২০২০, ১:১৪ পিএম

ঈদকে সামনে রেখে ঢাকার সাভারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কাপড়ের রঙ মিশিয়ে সেমাই তৈরি ও বাজারজাতের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

কারখানাটিতে রঙহীন এবং রঙিন দুই ধরণের সেমাই উৎপাদন করে আসছিল। এই সেমাই ‘আল মুসলিম সেমাই’ নামে প্যাকেটজাত করে বাজারে সরবরাহ করা হতো।
মঙ্গলবার বিকালে সাভারের দেওগাঁও এলাকার ‘শাহানা ফুড প্রোডাক্টস লিমিটেড’ কারখানায় র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয় ।

নির্বাহী ম্যাজিট্রেট বলেন, কাপড়ে ব্যবহৃত রং মিশিয়ে অসাস্থ্যকর পরিবেশে ভেজাল সেমাই তৈরীর দায়ে কারখানার মালিক গোলাম রাব্বানীকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ১০লাখ টাকা মূল্যের মালামাল ও ভেজাল সেমাই জব্দ করে ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, নিরাপদ খাদ্য আইন ১৩ এর ৩৩ ধারা মোতাবেক এ জরিমানা করা হয়।
অভিযানে র‌্যাব-৪ এর পুলিশ সুপার নরেশ চাকমাসহ অন্যান্য র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
jack ali ১৩ মে, ২০২০, ১:২৭ পিএম says : 0
They should be-beheaded publicly so nobody dare to produce adulterated food stuff as such they should be kill by be-beading and show in every TV channel.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন