শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নিরাপত্তা বাহিনীকে অভিযানের নির্দেশ

আফগানিস্তানে হামলায় নিহত ৪০, পম্পেওর নিন্দা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মে, ২০২০, ১২:০৩ এএম

তালেবান ও অন্যান্য বিদ্রোহী গ্রুপের বিরুদ্ধে আক্রমণ অভিযান শুরু করতে দেশের নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। মঙ্গলবার দুটি আলাদা হামলায় কয়েক ডজন মানুষ নিহত হওয়ার পর তিনি এই নির্দেশ দেন। জাতির উদ্দেশে টেলিভিশনে দেয়া ভাষণে বলেন, আমি নিরাপত্তা বাহিনীকে আত্মরক্ষামূলক অবস্থান পরিবর্তন করতে বলেছি। তাদেকে আক্রমণাত্মক অবস্থানে যেতে হবে এবং দেশের শত্রু দের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে হবে। মঙ্গলবার রাজধানী কাবুল ও নানগারহার প্রদেশে দুটি হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে এর জন্য তালেবান ও আইএসআইএসকে দায়ি করেন গনি। আফগানিস্তানে জানাযায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির নানগরহার প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে প্রাদেশিক সরকারের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। এর আগে হাসপাতালে হামলায় শিশু ও প্রসূতি মহিলাসহ ১৯ জন নিহত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, এটি পুলিশের এক শীর্ষ কমান্ডারের জানাযা ছিল। এতে সরকারের শীর্ষ কর্মকর্তারা ও এক পার্লামেন্ট সদস্য উপস্থিত ছিলেন। তালেবান এই হামলার দায় অস্বীকার করেছে। সাধারণত সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট এ ধরনের হামলা চালিয়ে থাকে। নানগরহার প্রাদেশিক কাউন্সিলের সদস্য সোহরান কাদেরি জানান, অন্তত ৫০ জন নিহত বা আহত হয়েছে। হামলায় বেঁচে গেছেন পার্লামেন্ট সদস্য হজরত আলি। বিবিসির খবরে বলা হয়, হামলার নিন্দা জানিয়ে মার্কিন সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও বলেন, ‘নির্দোষদের উপর যে কোনও আক্রমণ ক্ষমার অযোগ্য, তবে শিশু ও প্রসূতি মহিলাদের উপর আক্রমণ করা ... প্রন্ডি ভয়ঙ্কর কাজ।’ তিনি বলেন, ‘যে সন্ত্রাসীরা একটি জানাজার নামাজে সারিবদ্ধ মানুষের উপরে হামলা করে তারা কেবল পরিবার ও সম্প্রদায়কে ধরে রাখা বন্ধন ছিন্ন করতে চাইছে, তবে তারা কখনই সফল হতে পারবে না।’ তিনি আরও যোগ করেছেন, ‘পবিত্র রমজান মাসে এবং কোভিড -১৯ এর হুমকির মধ্যে এই দ্বৈত আক্রমণগুলি বিশেষত বিস্ময়কর।’ হামলার প্রেক্ষিতে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বলেন, তিনি তালেবান ও অন্যান্য গোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান পুনরায় শুরু করার নির্দেশ দিচ্ছেন। এএফপি, বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন