শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

ফিলিস্তিনিদের কোণঠাসা করেছে ইসরাইল : এইচআরডব্লিউ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মে, ২০২০, ১২:০৩ এএম

সব দিক থেকেই ফিলিস্তিনিদের প্রতি ইসরাইল চরম বৈষম্য দেখাচ্ছে বলে দাবি করেছে মানবধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গত মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ফিলিস্তিনিদের ক্রমবর্ধমান জনসংখ্যার যে ভূমি ও আবাসন চাহিদা রয়েছে, তা থেকে তাদের কোণঠাসা করে ফেলছে। নিউইয়র্কভিত্তিক সংগঠনটি বিবৃতিতে আরো বলে, কয়েক দশক ধরে পরিকল্পিতভাবে ইসরাইল ফিলিস্তিনিদের জমি বাজেয়াপ্ত করছে। এতে দেশটির নাগরিকরা অত্যন্ত ঘনবসতিপূর্ণ গ্রাম বা শহরে বাস করতে বাধ্য হচ্ছে। যা সম্প্রসারণ করার কোন সুযোগ নেই বললেই চলে। ফিলিস্তিনিদের তাদের বসতভিটা থেকে উচ্ছেদ করে সেখানে ইহুদি পরিবারগুলোকে জায়গা দেয়া হচ্ছে। ১৯৪৮ সালে ফিলিস্তিনেদের অনেক গ্রাম ধ্বংস করে এভাবে দখল করা হয়। এইচআরডব্লিউ’র মধ্যপ্রাচ্যের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক এরিক গোল্ডস্টেন বলেন, ‘ইসরাইলের এ আচরণ পশ্চিম তীরে ব্যাপকভাবে দেখা যায়। এমনকি ইসরাইলের ভেতরেও তারা বৈষম্যমুলক এ কাজ করছে। বর্তমানে পূর্ব জেরুজালেমসহ দখলিকৃত পশ্চিম তীরের ৯৩ শতাংশ ভূমি ইসরাইল সরাসরি নিয়ন্ত্রণ করে।’ সেখানে সব ভূমি ব্যবস্থাপনা বন্টনের দায়িত্ব পালন করে ইসরাইল ল্যান্ড অথোরিটি (আইএলএ)। এ প্রতিষ্ঠানটির কাজই হচ্ছে ইহুদিদে জমি অনুমোদন বা বরাদ্ধ দেয়া। এ সংস্থার অর্ধেক সদস্য জিউস ন্যাশনাল ফান্ড (জেএনএফ) এর সদস্য। ইয়েনি সাফাক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md. Shamsul Hoq ১৫ মে, ২০২০, ১১:২৯ এএম says : 0
This is very true.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন