বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সাহিত্য

পদাবলী

| প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ১২:০৫ এএম

 

স্বাধীনতা
শা হী ন রে জা
পালক ছুঁয়ে নেমে আসছে কিছু রোদ
পাখিটা উড়ছে
তার ছায়ার নীচে ঘন হচ্ছে সকল নদী; সব পথ
মুছে যাচ্ছে সীমান্ত রেখা
চোখে চোখ রেখে একই ঈশ্বর-ধ্বনি মন্ত্রমুগ্ধের মতো
জপছে মানুষ বৃক্ষ এবং সকল প্রাণীকূল


পাখিটা উড়ছে
তার পাখায় লেগে থাকা পবিত্র রোদ

গ্রাস করছে পৃথিবীকে

পাখিটা উড়ছে...

 

তোমায় নিয়ে
কা ম রু ল আ ল ম কি র ণ

গ্রীস্ম গেলো বর্ষা গেলো
শরৎ শেষে হেমন্ত,
তোমার সাথে আমার কথা
ছিলো না হায়! এমনতো।
বলেছিলে বোশেখ মাসের
কাট ফাঁটা অই দুপুরে,
আসবে তুমি চন্দ্রিমাতে
সাজবে শাড়ি নুপুরে।
কথা ছিলো ভিজবো দুজন
শাওন মেঘের বৃষ্টিতে,
শরতের অই কাঁশফুল আভা
মাখবো দুজন দৃষ্টিতে।
পা ছোঁয়াবো হেমন্তের এই

শিশিরভেজা ঘাসেতে,
আমি একা শুধু একা
নেই তুমি আজ পাশেতে।
বলছি তোমায় উঁকিঝুকি
দিচ্ছে দেখো মিষ্টি শীত,
আসবে এবার আমার ঘরে
হয় না যেনো বিপরীত।
কোথায় তুমি? শীত পেরিয়ে
আসে যদি ঋতুরাজ,
এসো না আর দোহাই তোমার
তোমাতে আর নেইকো কাজ।

 

কথা ছিলো
ভিজবো দু’জন
শাওন মেঘের বৃষ্টিতে

দূরে যাই, আসি না আর
মা হ বু বা ক রি ম

দূরত্বই যদি চাও
এমন দূরত্ব দিব তার নাম হবে মৃত্যু।

দূরত্ব যদি চাও এর চেয়েও দূরত্ব দিতে পারি আমার সীমাহীন নিরবতা।

দূরত্বই যদি চাও হৃদপিন্ড থেকে উপরে নিবো
প্রেমের শিমুল গাছ আমাকেই

কতটা দূরত্ব চাও তুমি?
আমাদোর মাঝে দূরত্ব থাক ক্রাউন সিমেন্টের দেয়াল
কিম্বা তুমি আমি নিরবতা। চলবে?

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
আউয়াল যাযাবর ২৩ জুলাই, ২০২০, ১০:৪৬ পিএম says : 0
নাইচ
Total Reply(0)
ফিরোজ ২১ সেপ্টেম্বর, ২০২১, ৬:১০ পিএম says : 0
ধন্যবাদ
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন