শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শিমুলিয়া ঘাটে মানুষের ঢল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ১১:৩৭ এএম

অন্যবার এসময় মানুষের গতি থাকতো গ্রামমুখী। এবার করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটিতে যাওয়া মানুষ ফিরছে ঢাকা। ঈদের বাকী মাত্র কয়েকদিন তবুও মানুষ আসছে ঢাকায়। শুক্রবার সকালে দেখা যায়, মুন্সীগঞ্জের লৌহজংয়ে শিমুলিয়া ঘাটে ফেরি পারাপারের জন্য কমপক্ষে ৬০০ যান অপেক্ষায় আছে। শুক্রবার (১৫ মে) শিমুলিয়া ঘাটে এ দৃশ্য দেখা যায়। একইসঙ্গে নদী পার হওয়ার জন্য আসছে হাজারো মানুষ। তাদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনও লক্ষ্মণ দেখা যায়নি।

ঘাট সংশ্লিষ্টরা জানান, প্রতিদিনই এ ঘাটে ফেরি পারের জন্য যানবাহনের সংখ্যা বাড়ছে। বর্তমানে শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ১৩টি ফেরি চলছে। তবু যান পারাপারে হিমশিম খেতে হচ্ছে ঘাট কর্তৃপক্ষকে। গত দুই সপ্তাহের মধ্যে আজই নদীর ওপারে যাওয়ার জন্য সবচেয়ে বেশি মানুষের ভিড় দেখা যাচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, রাতে পণ্যবাহী যানের চাপ বাড়ে। সকালের দিকে ছোট গাড়ির চাপ থাকে। এখনও ঘাটে কমপক্ষে ছয় শতাধিক গাড়ি ফেরি পারের অপেক্ষায় আছে, যার বেশিরভাগই ছোট গাড়ি। ঘাটের পার্কিং স্থানে জায়গা সংকুলান না হওয়ায় যানবাহন মহাসড়কে অপেক্ষা করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন