শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মালয়েশিয়ায় মসজিদে জামাতে নামাজের অনুমতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ৪:০৭ পিএম

করোনা প্রাদুর্ভাবের মধ্যেই পবিত্র রমজান মাসে মালয়েশিয়ার কুয়ালালামপুরের ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ারে ইফতারি করছেন মুসলমানরা-রয়টার্স


পবিত্র ঈদকে সামনে রেখে ও করোনা প্রাদুর্ভাব কমে আসায় মসজিদে জামাতে নামাজ আদায়ের অনুমতি দিয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার সরকারি ঘোষণার পর শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

বৃহস্পতিবার ধর্মমন্ত্রী জুলকিফিলি মোহাম্মদ আল-বাকরি জানান, রাজধানী কুয়ালালামপুরসহ ফেডারেল অঞ্চলগুলোতে জামাতে নামাজের অনুমতি দেয়া হয়েছে। তবে জামাতে ৩০ জনের বেশি মুসল্লি অংশ নিতে পারবেন না। তিনি বলেছেন, ‘ইসলামে ইবাদত কেবল মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয়, মুসলমানদের আত্মিক উন্নয়নে এর নিবিড় প্রভাব রয়েছে।’ মন্ত্রী জানান, মালয়েশিয়ার ১২টি রাজ্যে ধর্মীয় ব্যাপারে তাদের নিজস্ব আইন রয়েছে। এ কারণে তারা চাইলে এই সিদ্ধান্ত মানতে পারে কিংবা অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে।

সংক্রমণ কমে আসায় গত সপ্তাহ থেকে মালয়েশিয়ায় লকাডাউন শিথিল করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ৬ হাজার ৮১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১১২ জনের। মহামারির কারণে মধ্যমার্চ থেকে মালয়েশিয়ায় মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ ছিল। ওই সময় একটি মসজিদে তাবলিগের ইজতেমায় অংশ নেয়া বিপুল সংখ্যক লোক করোনায় আক্রান্ত হলে সরকার এই পদক্ষেপ নেয়। সূত্র: রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন