শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রাশিয়ায় ২৪ ঘন্টায় নতুন করোনাক্রান্ত ১০ হাজার, শুধু মস্কোতেই প্রায় ৫ হাজার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ৬:৩৪ পিএম

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৫৯৮ জন নতুন করে শনাক্ত হয়েছেন। নতুনসহ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো দুই লাখ ৬২ হাজার ৮৪৩ জনে।শুক্রবার দেশটির করোনাভাইরাস রেসপন্স সেন্টার জানিয়েছে, এই সংখ্যা বিশ্বের দ্বিতীয়। -টাইমস অব ইন্ডিয়া, সিনহুয়া, রোয়ার মিডিয়া
রাশিয়ার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো রাজধানী মস্কো। গত ২৪ ঘন্টায় এখানেই শনাক্ত হয়েছে চার হাজার ৭৪৮ জন। মস্কোতেই কোভিড-১৯ শনাক্তের সংখ্যা এক লাখ ৩৫ হাজার ৪৬৪ জন।

দেশটিতে মৃত্যুর সংখ্যা ১১৩ থেকে এখন দুই হাজার ৪১৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার সংখ্যা ৫৮ হাজার ২২৬ জন। তার মধ্যে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে চার হাজার ৬৯৬ জন। চীনা বার্তা সংস্থা সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে।

দেশটির কনজ্যুমার রাইটস এ্যান্ড হিউম্যান ওয়েল-বিয়িং ওয়াচডগ শুক্রবার এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার পর্যন্ত দুই লাখ ৫৬ হাজার ৮৪৭ জন ছিল চিকিৎসাধীন। বিবৃতিতে বলা হয়, সারাদেশে এ পর্যন্ত ৬.৪ মিলিয়ন লোককে কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন