শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইসরাইলের বিরোধিতায় পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মে, ২০২০, ১২:০১ এএম

অধিকৃত পশ্চিম তীর ইসরাইলের সংযুক্তকরণের পরিকল্পনায় ইসরাইলের বিরুদ্ধে তীব্র বিরোধিতা করছে পাকিস্তান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইসরাইলের এমন কাজ ওই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হবে। বৃহস্পতিবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা ফারুকি বলেন, অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যে কোনো সংযোজন আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। ইতিমধ্যে অঞ্চলটিতে অস্থির পরিস্থিতির ঝুঁকি বাড়িয়ে তুলছে। তিনি বলেন, পশ্চিম তীর ও জর্ডান উপত্যকা ফিলিস্তিনি অঞ্চল। ১৯৬৭ সাল থেকে ইসরাইল অবৈধভাবে দখল করে আছে। ফিলিস্তিনি ইস্যু নিয়ে জাতিসংঘ ও ওআইসির অবস্থানকে সমর্থন করে পাকিস্তান। এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে সমর্থনেরও আহবান জানান। ইয়েনি শাফাক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Amir Hossain. ৩১ মে, ২০২০, ৯:১১ এএম says : 0
I strongly support Pakistani stand.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন