শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কুর্দি বিদ্রোহীদের সঙ্গে সম্পর্ক রাখায় ৪ মেয়রকে আটক করেছে তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মে, ২০২০, ১:০৭ পিএম

তুরস্কে কুর্দি বিদ্রোহীদের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে দেশটির উত্তর-পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চল থেকে ৪ মেয়রকে শুক্রবার (১৫ মে) আটক করা হয়েছে। পিপলস ডেমোক্র্যাটিক পার্টির এই মেয়রদের তাদের বাড়ি থেকেই আটক করা হয়। আল আরাবিয়া
সরকার অভিযোগ করছে, এই দলটি বেআইনি ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের সঙ্গে যুক্ত। এসব নেতাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাদের স্থলাভিষিক্ত করা হয়। তবে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এই চার মেয়রই ২০১৯ সালের মার্চ মাসে নিজেদের এলাকার নির্বাচনে জয়লাভ করেন।
গত নির্বাচনে বিজয়ী প্রায় ৪৫ মেয়রকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং তাদের মধ্যে ২১ জনকে সন্ত্রাসী অভিযোগে জেল দেওয়া হয়। তাছাড়া পিপলস ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যানসহ সাত সাবেক বিধায়কও এখন জেলে রয়েছেন। আল আওসাত
এদিকে নিউ ইয়র্ক ভিত্তিক হিউমান রাইটস ওয়াচ এসব গ্রেপ্তারের বিষয়ে তুরস্কের সমালোচনা করে বলেছে, এতে জনগণের ভোটাধিকারকে খর্ব করা হচ্ছে। তবে তুরস্ক ছাড়াও যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন পিকেকে একটি সন্ত্রাসী সংগঠন বলে বিবেচনা করে।

ভয়েস অফ আমেরিকা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন