বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সরকারের লোকেরা আড়াই হাজার টাকা থেকে ৫০০ টাকা রেখে দিচ্ছে: রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ মে, ২০২০, ২:৪৯ পিএম

সরকারের লোকেরা আড়াই হাজার টাকা থেকে ৫০০ টাকা রেখে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ৫০ লাখ মানুষকে আড়াই হাজার টাকা করে দেবেন। আড়াই হাজার টাকা থেকে সরকারের লোকেরা ৫০০ টাকা রেখে দিচ্ছে। এটা কি ভন্ডামি নয়? গরীব মানুষের সাথে প্রতারণা নয়? এরকম পরিস্থিতিতে এদেশের গরীব, অসহায়,কর্মহীন মানুষদের দিনযাপন করতে হচ্ছে।
আজ শনিবার দুপুরে রাজধানীর জয় কালী মন্দির কাপ্তান বাজার এলাকায় বিএনপি নেতা হামিদুর রহমান হাবিব এর উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, এই সরকার সংকট সমাধান করে না সংকট সৃষ্টি করে। সংকট সমাধান করলে ত্রাণ লুটপাট হতো না। করোনাভাইরাস মহামারী আকার ধারণ করতে পারত না। লকডাউন শিথিল করে সারাদেশে  করোনা ভাইরাস ছড়িয়ে দিতে সুযোগ সৃষ্টি করে দিয়েছে সরকার। প্রতিদিন হাজারের বেশি লোক আক্রান্ত হচ্ছে।আগে প্রতিরোধ করার ব্যবস্থা ছিল সরকার তা করেনি। সরকার করোনাভাইরাস মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, করণা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে কোন ব্যবস্থা নেই। ৯০পার্সেন্ট হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার নেই। মানুষ মরে যায় উনি দেখান ফ্লাইওভার। মানুষের চিকিৎসা নেই উনি দেখান ফ্লাইওভার। মানুষের লাশের উপর দিয়ে উন্নয়ন করে। মানুষের জীবন নিয়ে জুয়া খেলেন। এটাকে দেখান উন্নয়ন হচ্ছে।
ত্রাণ বিতরণের সময় বিএনপি´র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রত্যেক জায়গায় আমাদের সামর্থ্য অনুযায়ী পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। আমাদেরকে সরকারের ত্রাণ দেওয়া হয় না। আমাদের পকেটের টাকা দিয়ে খাদ্য সামগ্রী কিনে অসহায় মানুষদের মধ্যে বিতরণ করছি। আর সরকারের ত্রাণ গরিব মানুষ পাচ্ছে না। সরকারের ত্রাণ চলে যাচ্ছে আওয়ামী লীগ নেতা, তাদের দলীয় চেয়ারম্যান মেম্বারদের বাড়িতে।অপরদিকে আমরা যখন প্রাণ দিতে যাচ্ছি তখন আমাদের নেতা কর্মীদের গুম করা হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। তারপর আমরা বসে নেই।  আমরা মানুষের পাশে আছি।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
শওকত আকবর ১৬ মে, ২০২০, ৫:১৮ পিএম says : 0
আপনাদের দলের দখ্খিনান্চলের নেতারা কি হোম কোয়ারেন্টাইনে আছেন।ত্রান নিয়ে অসহয় মানুষের পাশে দেখছিনা কেন?আসলে জনগনের পাশে এখন থাকবেনা!নির্বাচন এলে তো দরদী বন্ধু বনে যাবে।পাথড়ে ফুল ফুটাবে শুধু ভালবাসা দিয়ে।
Total Reply(0)
Mohammed Shah Alam Khan ১৬ মে, ২০২০, ৯:৩৫ পিএম says : 0
আমাদের বিগমাউথ সাহেব এখানে অভিযোগ করেছেন সরকারের লোকেরা ২৫০০ টাকা থেকে ৫০০ টাকা রেখে দিচ্ছে। আমি বলতে পারি তিনি হাওয়া থেকে পেয়ে এই অভিযোগ করেছেন। তারপরও আমি বলতে চাই আমাদের সরকারের এখন দায়িত্ব হবে আসলেই কি এটা হচ্ছে কিনা সেদিকে কড়া নজর রাখা। আমি বলতে চাই এই রেজভী সাহেব সবসময় বাঘ ও রাখালের গল্পের মত মিথ্যা কথা বলেন কাজেই গল্পের মত করে আমাদেরকে তাঁর মিথ্যা গল্পকে নজরআন্দাজ করা চলবে না। কাজেই আমি মনেকরি আমরা ওনার কথার উপর কোন প্রতিকারে যাবনা তবে ওনার কথাগুলো মাথায় রেখে সেভাবে প্রস্তুত থাকবো যাতে ঐধরনের ঘটনা না ঘটে (মানে গল্পে যেমন রাখাল সহ ছাগলও বাঘের পেটে গিয়েছিল তেমনটা যেন না হয়)। আল্লাহ্‌ আমাকে সহ সবাইকে সত্য বুঝার, জানার ও সেইভাবে চলার ক্ষমতা দান করুন। আমিন
Total Reply(0)
এ এইচ ভূইয়া ১৬ মে, ২০২০, ১১:৫৩ পিএম says : 0
রিজভি দুই বছর বিএনপির অফিসে কোয়ারেম্টাইনে ছিলেন।করোনা চলে গেলে ৬০-৭০ মামলা তার বিরুদ্ধে জমা আছে ঐ গুলোর হিসাব দিতে হবে রিজভিকে।
Total Reply(0)
এ এইচ ভূইয়া ১৬ মে, ২০২০, ১১:৫৩ পিএম says : 0
রিজভি দুই বছর বিএনপির অফিসে কোয়ারেম্টাইনে ছিলেন।করোনা চলে গেলে ৬০-৭০ মামলা তার বিরুদ্ধে জমা আছে ঐ গুলোর হিসাব দিতে হবে রিজভিকে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন