শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহীতে চার দশক পর হলো হাউস বিল্ডিংয়ের নিজস্ব ভবন

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : এতদিন অন্যের ঘর-বাড়ি বানিয়ে এলেও এবার নিজের স্থায়ী ঘর পেল বাংলাদেশ হাউস বিল্ডিং কর্পোরেশনের রাজশাহী জোনাল অফিস। গতকাল সকালে নগরীর এক রেস্তোরাঁর দরবার হলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় সংস্থাটির জোনাল অফিসের। এতে প্রধান অতিথি হয়ে ফিতা কেটে উদ্বোধন করেন রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা। সংস্থার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ আমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন কর্মকা- তুলে ধরে স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ড. দৌলতুন্নাহার। শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী জোনাল অফিসের এজিএম শামীম আরা বেগমসহ কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, চার দশক ধরে রাজশাহীতে সংস্থাটি কার্যক্রম চালিয়ে আসছিল ভাড়া বাড়িতে। শত শত ঘর-বাড়ি বানানোর জন্য ঋণ দিয়েছে। কিন্তু নিজেদের জন্য আবাসন করতে পারেনি। নগরীর শাল বাগান এলাকায় নিজস্ব ভবনের জন্য জমি ক্রয় করা হলেও ভবন হয়নি। বরাদ্দ এসেছে আবার ফিরে গেছে। দেশের অন্যান্য জোনে নিজস্ব ভবনও হয়েছে। রাজশাহী অফিসটি ছিল অবহেলিত। দীর্ঘ বছর ধরে পরিত্যক্ত থাকার কারণে ক্রয় করা জমিটিও বেহাত হবার উপক্রম হয়। অবশেষে গত বছর নিজেদের জমিতে অফিস করার জন্য ক’জন উৎসাহী কর্মকর্তা তোড়জোড় শুরু করেন। উদ্ধার করেন প্রায় বেহাত হওয়া জমি। সেখানে আপাতত টিন সেড নির্মাণ করে সিএন্ডবি মোড়ের সাধারণ বীমার দশ তলা ভবন ছেড়ে চলে আসেন টিনের সেডে। এতে সবাই খুশি ছিল। গর্ব ছিল কাঁচা হলেও নিজের বাসা বলে। গতকাল সেই অফিসেরই উদ্বোধন হলো আগামীতে এখানে নির্মাণ হবে বিশাল ভবন এ প্রত্যাশা নিয়ে। প্রধান অতিথিসহ সবাই এমন প্রত্যাশার কথা বলেন। শুধু বিত্তবানদের জন্য নয়, মধ্যবিত্ত মানুষ যাতে সহজে একটু মাথা গোঁজার ঠাঁই করতে পারে সেজন্য কাজ করার আহ্বান জানানো হয়। কেননা বাসস্থান মানুষের মৌলিক অধিকার। সেই অধিকার পূরণের সুযোগ সৃষ্টি করতে ভূমিকা রাখতে হবে এ প্রতিষ্ঠানটিকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন